নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
![img_img-1739430681](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678440025_nnn.jpg)
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা
বিপিএল’র সর্বশেষ আসরের দুঃসহ যন্ত্রণাই যেন এবারো ভর করেছে চিটাগাং ভাইকিংসের উপর। প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সহজে হারিয়ে ছন্দপতন হয়েছে তামীমের চিটাগাং ভাইকিংসের। গতবার জয়ের খুব কাছাকাছি পৌঁছে ক্লোজ ম্যাচে একটার পর একটা হারে সেরা ৪ এ ঠিকানা পায়নি চিটাগাং ভাইকিংস, এবারো উপর্যুপরি ২ হারে ভর করেছে শংকা। কথা শুনছে না ব্যাটসম্যানরা। ডাগ আউট থেকে বার্তা পাঠিয়েও লাভ হচ্ছে না। সেই অসহায়ত্বের কথাই শুনিয়েছেন চিটাগাং ভাইকিংস অধিনায়ক তামীম গতকাল ম্যাচ শেষেÑ ‘যে ধরণের ক্রিকেট খেলছি সে ধরণের ক্রিকেট খেললে এভাবেই হারতে থাকবো। কারণ একজন ব্যাটসম্যানকে ২০ বার ম্যাসেজ পাঠানোর পরও যদি সে ভুল করে তাহলে বুঝতে হবে ওর মাথায় কোন সমস্যা আছে। ওদের প্রধান বোলারদের বল শেষ হয়ে গেছে। মূল বোলারকে চার্জ করতে গিয়ে আউট হয়ে গেলে তো বার বার ম্যাসেজ পাঠিয়ে লাভ কি? এ ধরণের ক্রিকেটে এই পর্যায়ে যদি ডাল ভাতের মত খাবার দিতে হয়, তাহলে আমি দুঃখিত। বলতেই হচ্ছে ওই ক্রিকেটার এখানে খেলা যোগ্যতা রাখে না।’ যার উপর মহা বিরক্ত, সেই ব্যাটসম্যানের নাম বলতে চাননি তামীমÑ ‘নামটা না ই বলি।’
শেষ ৬ বলে ৬ রান, এমন সহজ টার্গেটের মুখে দাঁড়িয়ে চিটাগাং ভাইকিংসের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে নেয়ার কৃতিত্বটা খুলনা টাইটান্স অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদকে দিয়েছেন তামীমÑ ‘যে ম্যাচটা রিয়াদ ভাই জিতিয়েছেন, একরম ঘটনা ১০ বারে একবার হতে পারে। তবে বারে বারে জেতাচ্ছেন তিনি। নিঃসন্দেহে ওই পরিস্থিতিতে এসে পর পর দুইদিন ম্যাচ জেতানো ছোট ব্যাপার নয়। একদিন ৭ রান ডিফেন্ড করলেন, আজ (গতকাল) ৬ রান ডিফেন্ড করলো। আজকের ম্যাচ আরও বেশি কঠিন ছিল। কারন ৬ বলে ৬ রান, আমাদের দু’জন সেট ব্যাটসম্যান ছিল। তাই কৃতিত্বটা ওনার। তবে আমাদের দোষ ছিল আরও বেশি।’
লো স্কোরিং ম্যাচে হেরেও উইকেটের উপর দোষারোপ করার পক্ষে নন তামীমÑ ‘টি-টোয়েন্টিতে আরও ভালো উইকেট আশা করতে পারি। তবে এটা যে অনেক খারাপ উইকেট, তা বলব না। গত বছর এর চেয়েও অনেক খারাপ উইকেটে খেলেছি। মনে হয় না উইকেট নিয়ে কারও অভিযোগ থাকা উচিৎ। ১৬০/৭০ রান হলে খেলাটা দেখতেও ভালো লাগে। খেলতেও ভালো লাগে। তবে বুঝতে হবে একটা মাঠে প্রতিদিনই দু’টি করে খেলা হচ্ছে। তাই উইকেট নিয়ে কোন কমপ্লেইন নেই আমার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।